প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় | ছবি: এখন টিভি
0

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় (Ministry of Primary and Mass Education) এর অধীনে পরিসংখ্যান কর্মকর্তা (Statistics Officer) পদে নিয়োগের লিখিত পরীক্ষার সূচি (Written Exam Schedule) প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) (Bangladesh Public Service Commission / BPSC) তাদের ওয়েবসাইটে (১০ ডিসেম্বর ২০২৫) এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে।

পরীক্ষার তারিখ, কেন্দ্র ও সময়:

  • পরীক্ষার তারিখ: ৪ জানুয়ারি ২০২৬
  • পদের নাম: পরিসংখ্যান কর্মকর্তা (নবম গ্রেড)
  • সময়: দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত (মোট ৪ ঘণ্টা)
  • কেন্দ্র: রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চবিদ্যালয়।

আরও পড়ুন:

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় লিখিত পরীক্ষার নিয়মাবলী |ছবি : সংগৃহীত

পিএসসি পরীক্ষা সংক্রান্ত জরুরি নির্দেশনা ও প্রস্তুতি (PSC Exam Instructions & Preparation):

পরীক্ষার্থীদের জন্য পিএসসি (PSC) পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে, যা মেনে চলা বাধ্যতামূলক:

প্রবেশপত্র (Admit Card): অনলাইনে প্রাপ্ত প্রবেশপত্র নিয়ে পরীক্ষায় উপস্থিত হতে হবে। হারিয়ে গেলে বা নষ্ট হলে কমিশনের ওয়েবসাইট (BPSC Website) ও টেলিটক থেকে ডাউনলোড করা যাবে। প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশ নেওয়া যাবে না।

সময়সূচি (Reporting Time): পরীক্ষার নির্ধারিত সময়ের কমপক্ষে ১৫ মিনিট আগে পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরুর ১৫ মিনিট পর প্রবেশ নিষিদ্ধ। পরীক্ষা শুরুর প্রথম দুই ঘণ্টার মধ্যে পরীক্ষাকক্ষ ত্যাগ করা যাবে না।

পরীক্ষার কাঠামো (Exam Structure): লিখিত পরীক্ষা ২০০ নম্বরের (200 Marks) হবে এবং সময় ৪ ঘণ্টা। বিষয়গুলো হলো: বাংলা (৪০), ইংরেজি (৪০), সাধারণ জ্ঞান (৪০) এবং প্রাসঙ্গিক টেকনিক্যাল/প্রফেশনাল অংশ (গণিত, অর্থনীতি, পরিসংখ্যান/ফলিত পরিসংখ্যান) (৮০)।

উত্তরপত্র ও বাতিল (Answer Sheet & Cancellation): ৪টি বিষয়ের জন্য ৪টি ভিন্ন ভিন্ন উত্তরপত্র প্রদান করা হবে। রেজিস্ট্রেশন নম্বর ভুলভাবে লিখলে, বৃত্ত পূরণ না করলে, কাটাকাটি করলে বা ফ্লুইড ব্যবহার (Using Fluid) করলে উত্তরপত্র বাতিল হবে।

নিষিদ্ধ সামগ্রী (Banned Items): বই-পুস্তক, ব্যাগ, মানিব্যাগ, মুঠোফোন (Mobile Phone), হাতঘড়ি, পকেটঘড়ি, ইলেকট্রনিক ঘড়ি, ঘড়িসদৃশ মোবাইল ফোন বা কোনোরূপ ইলেকট্রনিক ডিভাইস (Electronic Device), গহনা আনা সম্পূর্ণ নিষিদ্ধ।

ক্যালকুলেটর (Calculator): পরীক্ষায় সায়েন্টিফিক বা প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। তবে সাধারণ ক্যালকুলেটর (General Calculator) ব্যবহার করা যাবে।

শ্রুতলেখক (Scribe): প্রতিবন্ধী পরীক্ষার্থীদের মধ্যে যাদের শ্রুতলেখক প্রয়োজন, তাদের ২০.১২.২০১৫ তারিখের মধ্যে কমিশনের পরিচালক, ইউনিট-১১ বরাবর আবেদন করতে হবে।

পরীক্ষার্থীদের অবশ্যই প্রবেশপত্রের ছবি ও স্বাক্ষরের সঙ্গে হাজিরা তালিকার তথ্য মিলিয়ে দেখতে হবে। কোনো ধরনের অনিয়ম বা ভুয়া পরীক্ষার্থী প্রমাণিত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা (Legal Action) নেওয়া হবে।

এসআর