কূটনীতিক পাসপোর্ট বাতিল করেছি; সম্পদ বিবরণীও জমা দিয়েছি: আসিফ মাহমুদ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া | ছবি: এখন টিভি
0

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, তিনি আজ সকালে তার সম্পদ বিবরণী অন্তর্বর্তী সরকারের কাছে দাখিল করেছেন। পাশাপাশি তার কূটনীতিক পাসপোর্টও বাতিল করেছেন। আজ (বুধবার, ১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। তিনি আরও নিশ্চিত করেন যে, আগামীকাল উপদেষ্টা পরিষদের বৈঠকেও তিনি উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগ ও উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন আসিফ মাহমুদ। শেষ দিকে সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে পদত্যাগ ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনে অংশ নেবেন। তবে পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকেই সিদ্ধান্ত জানানো হবে। কোন দলের মনোনয়ন নেবেন— এমন প্রশ্নে তিনি বলেন, ‘এটি পরে জানাবো।’

আরও পড়ুন

আগামীকাল (বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে দুই উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়ে।

গতকাল বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছিল, স্থানীয় সরকার উপদেষ্টা আজ বুধবার বিকেল ৩টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করবেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনি সমসাময়িক ইস্যুতে বক্তব্য রাখবেন।

এদিকে আরেক ছাত্র উপদেষ্টা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগের ঘোষণা দেবেন বলেও গুঞ্জন রয়েছে। তবে এ বিষয়ে তিনি বা তার মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দেয়নি।

এনএইচ