কূটনীতিক পাসপোর্ট বাতিল করেছি; সম্পদ বিবরণীও জমা দিয়েছি: আসিফ মাহমুদ
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, তিনি আজ সকালে তার সম্পদ বিবরণী অন্তর্বর্তী সরকারের কাছে দাখিল করেছেন। পাশাপাশি তার কূটনীতিক পাসপোর্টও বাতিল করেছেন। আজ (বুধবার, ১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। তিনি আরও নিশ্চিত করেন যে, আগামীকাল উপদেষ্টা পরিষদের বৈঠকেও তিনি উপস্থিত থাকবেন।