গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্রান্সের নবনিযুক্ত রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরি-শারলে ৪ ডিসেম্বর ঢাকা সেনানিবাসে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
আরও পড়ুন:
সাক্ষাৎকালে তারা বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা ও সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বলেও জানায় আইএসপিআর।
এছাড়াও পিএসও বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য জঁ-মার্ক সেরি-শারলেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।





