আজ (বুধবার, ৩ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনে সাংবাদিকদের করণীয়, আইনবিধি সহ আনুষঙ্গিক বিষয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনীতে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘দেশের নির্বাচন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটাকে আমরা পুনরায় মেরামতের চেষ্টা করছি। তবে এ কাজ এককভাবে কমিশনের পক্ষে বাস্তবায়ন সম্ভব নয়। জাতির স্বার্থে ভালো নির্বাচন হতেই হবে। সেক্ষেত্রে সবাইকে নিজ নিজ দায়িত্ব সচেতনভাবে পালন করতে হবে।’
ইসি মো. সানাউল্লাহ বলেন, ভুয়া সাংবাদিকরা যেন কোথাও কার্ড নিয়ে যেতে না পারে তাই আমরা কিউআর কোড ব্যবস্থা রাখছি।’
এসময় সম্প্রতি অনুষ্ঠিত হওয়া মক ভোটিংয়ের ফলের তথ্য তুলে ধরে সংসদ নির্বাচন এবং গণভোট এই দুটির জন্য গড়ে দেড় মিনিটের মতো সময় ব্যয় হয় বলে জানান তিনি।
এছাড়া একজন ভোটার কেন্দ্রে প্রবেশ করা থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত সময় লাগে সর্বোচ্চ ৭ মিনিট এবং সর্বনিম্ন সাড়ে ৩ মিনিট। সবমিলিয়ে ভোটকক্ষের সংখ্যা কতটুকু বাড়ানো হতে পারে সে বিষয়ে সিদ্ধান্ত নিবে কমিশন বলেও জানান ইসি সানাউল্লাহ।





