এখন টেলিভিশনের অপারেশন হেড আক্তার হোসেনের বাবার ইন্তেকাল

শোক প্রকাশ (প্রতীকি)
শোক প্রকাশ (প্রতীকি) | ছবি: এখন টিভি
2

এখন টেলিভিশনের অপারেশন হেড মোহাম্মদ আক্তার হোসেনের বাবা মোহাম্মদ আব্দুল রহিম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন তিনি। আজ (মঙ্গলবার, ২ ডিসেম্বর) রাতে মৃত্যু হয়েছে তার।

বাবার মৃত্যুর খবর উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন আক্তার হোসেন। সেখানে তিনি লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। আজ রাত ৭টা ৫০ মিনিটে আমার বাবা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে মহান আল্লাহর কাছে ফিরে গেছেন।’

মোহাম্মদ আব্দুল রহিমের মৃত্যুতে আক্তার হোসেনের পরিচিত, বন্ধু, সহকর্মী ও স্বজনরা শোক প্রকাশ করে বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আরও পড়ুন:

পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুল রহিমের প্রথম জানাজা বুধবার (৩ ডিসেম্বর) বাদ ফজর পিংক সিটি মসজিদে এবং মিরপুর টেকনিক্যাল থেকে মাজার রোডে যাওয়ার আগে জমিদার বাড়ি কবরস্থান সংলগ্ন মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর জমিদার বাড়ি কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

আসু