অন্তর্বর্তী সরকার নির্বাচন করার পরিবেশ তৈরিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে জনমনে সন্দেহ বাড়ছে, সুষ্ঠু নির্বাচন করার জন্য সরকার আন্তরিক আচরণ করছে না।’ আজ (সোমবার, ১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুততা সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি।
এ সময় তিনি বলেন, ‘দেশের অবস্থা সার্বিকভাবে ভালো না। অনেক উপদেষ্টার ছেলে দালালি করে টাকা কামাচ্ছে। পুলিশ সক্রিয় থাকার জন্য দায়ী স্বরাষ্ট্র উপদেষ্টা।’
তিনি আরও বলেন, ‘লটারির মাধ্যমে প্রশাসনে রদবদল অযৌক্তিক কাজ।’
এ সময় তিন চার মাসের মধ্যে জনগণ সরকারের বিরুদ্ধে আন্দোলন নামবে বলেও হুঁশিয়ারি দেন এলডিপির সভাপতি। পরে খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তি চেয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।