৮০টি দেশি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে ইসির বৈঠক আগামী মঙ্গলবার

নির্বাচন ভবন
নির্বাচন ভবন | ছবি: এখন টিভি
0

জাতীয় নির্বাচনকে সামনে রেখে ৮০টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে সংলাপে ডেকেছে ইসি। আগামী (মঙ্গলবার, ২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ সংলাপ অনুষ্ঠিত হবে। আজ (রোববার, ২৩ নভেম্বর) সকালে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠকে একথা জানান সংস্থাটির মহাসচিব শার্লি বচওয়ে।

একইদিনের জাতীয় নির্বাচন এবং গণভোট আয়োজন ইসির জন্য চ্যালেঞ্জ হবে বলে মনে করছে কমনওয়েলথ। এমনটাই জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

আরও পড়ুন:

তবে ইসি এসব দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবে বলে আশাবাদী তিনি। নির্বাচনের বিশ্বাসযোগ্যতা জরুরি বলেও মন্তব্য করেন সংস্থাটির প্রতিনিধি। এসময় প্রবাসী ভোটিং নিয়ে ইসির চলমান উদ্যোগকে প্রশংসনীয় বলেও মন্তব্য করেন তারা। বৈঠকে সংস্থাটির পক্ষ থেকে ইসি চাইলে যেকোনো ধরনের সহযোগিতা করবে বলেও জানানো হয়।

ইএ