ভূমিকম্পে আরমানিটোলায় ভবনের রেলিং ভেঙে তিনজনের মৃত্যু

আরমানিটোলায় ভবনের ভাঙা রেলিং
আরমানিটোলায় ভবনের ভাঙা রেলিং | ছবি: এখন টিভি
0

রাজধানীর আরমানিটোলা এলাকায় ভূমিকম্পে একটি ভবনের ছাদের রেলিং ভেঙে অন্তত তিনজন মারা গেছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আজ (শুক্রবার, ২১ নভেম্বর) সকালে বংশাল থানার সাব-ইন্সপেক্টর আশীষ কুমার ঘোষ এখন টিভিকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'ভূমিকম্পের সময় সাততলা ভবনের ছাদের রেলিং ধসে তিনজনের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।'

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান, আরমানিটোলায় সাততলা ভবনের ছাদের ইট-নির্মিত রেলিং ভেঙে পড়েছে ও স্বামীবাগে একটি আটতলা ভবন সামান্য হেলে গেছে।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসের টিম ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। ফায়ার সার্ভিস আরও অনেক ফোনকল পেয়েছে।’

আজ সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

এসএস