আজ (বুধবার, ১৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খা হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
এতে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বায়রার সাবেক সভাপতি এম এ এইচ সেলিম, বায়রার সাবেক সিনিয়র সহ-সভাপতি রিয়াজ উল ইসলাম।
আরও পড়ুন:
মালয়েশিয়া সরকারের দেয়া ১০ শর্ত অবাস্তব উল্লেখ করে তারা জানান, সিন্ডিকেটকারীরা নীলনকশা বাস্তবায়নের জন্যই মালয়েশিয়ান সরকারের বিভিন্ন পর্যায়ের কিছু সংখ্যক কর্মকর্তার যোগসাজশে বাংলাদেশ সরকারকে এ ধরনের ক্রাইটেরিয়া দেয়া হয়েছে। মূলত তাদের এসব ক্রাইটেরিয়া লোক দেখানো ছাড়া কিছুই নয়। নেপাল সরকার এরই মধ্যে তা প্রত্যাখ্যান করেছে।
এছাড়া সরকারের পেশাদার কূটনৈতিক তৎপরতার মাধ্যমে সব বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য শ্রমবাজারটি উন্মুক্তের দাবিও করেন তারা। এসময় বায়রার বিভিন্ন স্তরের নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।





