নির্বাচনের আগেই আনসারদের জন্য ১৭ হাজার ৫০টি ১২ বোর শটগান কিনছে সরকার

১২ বোর  শটগান ও সরকারি লোগো
১২ বোর শটগান ও সরকারি লোগো | ছবি: এখন টিভি
2

নির্বাচনের আগে আনসার বাহিনীর জন্যে তুরস্ক থেকে সাশ্রয়ী মূল্যে ১৭ হাজার ৫০টি ১২ বোর শটগান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ (মঙ্গলবার, ১৮ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে।

তিনি বলেন, ‘তুরস্ক থেকে ১৭ হাজার ৫০টি ১২ বোর শটগান কেনা হবে আনসার বিজিবির জন্য। এটা অনেক পুরনো হয়ে গেছে। যে দরে আমরা পেয়েছি, এটা বেশ সাশ্রয়ী মূল্যে। এটা আমি বলবো অত্যন্ত সাশ্রয়ী মূল্যে কেনা হয়েছে, এটা আপনারা নিজেরাই তুলনা করতে পারবেন। আগে যে মূল্যে কেনা হয়েছে, তার তুলনায় এটা অনেক কম্পিটিটিভ প্রাইস।’

আরও পড়ুন:

শটগান কেনার জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে দর প্রস্তাব আহ্বান করা হলে ৪টি প্রতিষ্ঠান দর প্রস্তাব দাখিল করে। প্রস্তাবের সব প্রক্রিয়া শেষে দরদাতা প্রতিষ্ঠানের সঙ্গে দর কষাকষির মাধ্যমে সুপারিশ করা সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান তুরস্ক’র বে গ্যালাতাল (Bay Galatal)-এর নিকট থেকে ৩৫ কোটি ৬২ লাখ ২৭ হাজার ৬৯৬ টাকায় ১৭ হাজার ৫০ পিস ১২ বোর শটগান কেনার সিদ্ধান্ত নেয়া হয়।

এছাড়াও, ৪০ হাজার বডি ক্যাম কেনার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। এর বিপরীতে শুধুমাত্র স্পর্শকাতর জায়গার জন্য বডি ক্যাম কেনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের সুবিধায় পুলিশের জন্য কেনার কথা ছিল ৪০ হাজার বডি ক্যামেরা। তবে এবার সে সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার।

তিনি বলেন, ‘আসন্ন নির্বাচনের জন্য ৪০ হাজার বডি ক্যাম কেনার কথা আগে জানানো হলেও, সে সংখ্যা কমবে। স্বচ্ছ প্রক্রিয়ায় বডি ক্যামেরা শুধু স্পর্শকাতর জায়গার জন্য ক্রয় করা হবে।’

এদিকে, রোজার আগে চাল, গম আমদানি করা হবে। এলসি খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক আগের চেয়ে নমনীয় বলে জানান অর্থ উপদেষ্টা। এছাড়া চাহিদা থাকায় এক লাখ ই-পাসপোর্টের অনুমোদন দেয়া হয়েছে। এদিকে আইএমএফ সরকারের সার্বিক কাজে মোটামুটি সন্তুষ্ট উল্লেখ করে নতুন কোন শর্ত দেয়নি বলেও জানান উপদেষ্টা।

তিনি বলেন, ‘আইএমএফ নতুন কোনো শর্ত দেয়নি, তারা সরকারের সার্বিক কাজে সন্তুষ্ট প্রকাশ করেছেন।’

ইএ