আজ (রোববার, ১৬ নভেম্বর) বিকেলে নির্বাচন ভবনে ইসির ধারাবাহিক সংলাপে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
গণভোটের কারণে নির্বাচন কমিশন নিন্দার কারণ হতে পারে উল্লেখ করে কাদের সিদ্দিকী নির্বাচনের দিনই গণভোটের বিষয়ে ইসিকে ভাবার বিষয়ে জোর দেন।
আরও পড়ুন:
তিনি বলেন, ‘গ্রহণযোগ্য নির্বাচন হলে বাংলাদেশ শান্তির দেশ হবে। বর্তমান সরকার দেশকে বিভক্ত করেছে।’
একইসঙ্গে বিগত সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করে তিনি বলেন, ‘আল্লাহর গজবের কারণেই শেখ হাসিনার পতন হয়েছে। কিন্তু শেখ হাসিনার পতন হয়েছে বলে মুক্তিযুদ্ধ হারিয়ে যায়নি।’
অতীতের নির্বাচন খুব খারাপ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।





