৮৫ থেকে ৯০ দিনের মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন: ইসি আনোয়ারুল

আনোয়ারুল ইসলাম সরকার
আনোয়ারুল ইসলাম সরকার | ছবি: এখন টিভি
1

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৮৫ থেকে ৯০ দিনের মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। নির্বাচনের আনুষ্ঠানিক কাউন্টডাউন এরমধ্যেই শুরু হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আজ (সোমবার, ১০ নভেম্বর) বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) অনুষ্ঠিত এক কর্মশালায় আনোয়ারুল ইসলাম এ কথা বলেন।

তিনি বলেন, ‘জাতিকে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন জিহাদ ঘোষণা করেছে।’

আরও পড়ুন:

দিনব্যাপী এ কর্মশালায় বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীর ছয় জেলার ৭০ জন প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং এবং পোলিং অফিসাররা অংশ নেন।

কর্মশালায় বক্তারা কর্মকর্তাদের দক্ষতা, দায়িত্ববোধ ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে নানা দিকনির্দেশনা দেন।

এসএস