আজ (রোববার, ৯ নভেম্বর) দুপুরে নির্বাচন ভবনে বাংলাদেশ জার্নালিস্ট কাউন্সিল (বিজেসি) ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে সিইসি এ আহ্বান জানান।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিজেসি চেয়ারম্যান রেজানুল হক রাজা। তিনি জানান, নির্বাচনি সংবাদ সংগ্রহে সাংবাদিকদের জন্য নীতিমালা সংশোধনের প্রস্তাবগুলো ইসির সামনে উপস্থাপন করা হয়েছে। আলোচনায় কমিশনের মনোভাব ইতিবাচক এবং প্রতিনিধিদল বৈঠক নিয়ে সন্তুষ্ট।
আরও পড়ুন:
রেজানুল হক রাজা বলেন, নির্বাচন নীতিমালার দুটি ধারা সংশোধনের প্রস্তাব দেয়া হয়েছে—
১. ভোটকেন্দ্রে প্রবেশের সঙ্গে সঙ্গেই প্রিজাইডিং অফিসারকে অবহিত করার বাধ্যবাধকতা তুলে দেয়া, এবং
২. ভোটকেন্দ্রে সাংবাদিকদের সর্বোচ্চ ১০ মিনিট থাকার সীমা বাতিল করা।
এছাড়া সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ইসির সর্বোচ্চ ভূমিকা রাখার অনুরোধ জানানো হয়, বিশেষ করে নারী সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়ার সুপারিশ করা হয়।
বৈঠকে জানানো হয়, আগামী ১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন।





