সংশোধিত আরপিও অধ্যাদেশ জারির অপেক্ষায় ইসি, ২০ অনুচ্ছেদে কমিশন ‘নীরব’

রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার
রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার | ছবি: সংগৃহীত
0

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সংশোধিত প্রতিনিধিত্ব আদেশ (আরপিও) জারির অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন। তবে, সংশোধিত ২০ অনুচ্ছেদ নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি। আজ (রোববার, ২ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে ইসির আপাতত কিছু বলার নেই। আইন মন্ত্রণালয় থেকে অধ্যাদেশটি ফেরত আসার আগ পর্যন্ত ইসি কোনো বক্তব্য দেবে না।’

সিনিয়র সচিব জানান, ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার তালিকায় নিবন্ধিত ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩০ জন।

তিনি আরও জানান, ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সময় বাড়ানোর ফলে নতুন করে ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন ভোটার যুক্ত হয়েছেন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৮ নভেম্বর।

আরও পড়ুন:

প্রবাসী ভোটারদের বিষয়ে আখতার আহমেদ বলেন, ‘যাদের বয়স ১৮ বছর পূর্ণ এবং এনআইডি নম্বর আছে; তারা ১৬ নভেম্বর থেকে অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধিত প্রবাসীরাই আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন।’

তিনি জানান, বর্তমানে ১১টি দূতাবাসে ২১টি সেন্টারে প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া চলছে এবং ধাপে ধাপে সব দূতাবাসে এই কার্যক্রম চালুর উদ্যোগ নেয়া হয়েছে।

এসএইচ