তিনি জানান, জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। এ নির্বাচন নিয়ে কোনো সমস্যা নেই, নির্বাচনি পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।
আনোয়ারুল ইসলাম বলেন, ‘মাঠপর্যায়ের কর্মকর্তাদের শক্তি আরও বাড়ানো হচ্ছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।’
তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনে মাঠপর্যায়ে যারা নির্বাচন নিয়ে যারা অসদাচরণ করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যস্থা নেবে নির্বাচন কমিশন। প্রিজাডিং অফিসারসহ সংশ্লিষ্টদের শক্তিশালী করারও ব্যবস্থা নেবে কমিশন।’
আরও পড়ুন:
আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী ও সেনা, নৌ, বিমান বাহিনী এবং বিভিন্ন এজেন্জেন্সিতে কথা হয়েছে। নির্বাচন নিয়ে কোনো সমস্যা নাই।’
এই নির্বাচন কমিশনার জানান, আরপিও সংশোধন করা হয়েছে, রিটার্নিং কর্মকর্তারা চাইলে দায়িত্বরত আসনের ভোটগ্রহণ এবং প্রিজাইডিং অফিসার কেন্দ্রের ফলাফল স্থগিত করতে পারবেন।
এ কর্মশালায় খালীর ৬০ জন পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার ও রিটার্নিং অফিসাররা অংশ নেন।





