বিএমএ ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হলেন নৌ ও বিমান বাহিনী প্রধান

বিএমএ ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হলেন নৌবাহিনী প্রধান
বিএমএ ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হলেন নৌবাহিনী প্রধান | ছবি: আইএসপিআর
0

নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হন। আজ (বৃহস্পতিবার, ৩০ অক্টোবর) চট্টগ্রামের ভাটিয়ারীতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি এর উপস্থিতে তারা ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হন।

‘হল অব ফেইম’ হলো একটি ঐতিহ্যগত সর্বোচ্চ সম্মাননা, যা কোনো নির্দিষ্ট ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ কোনো ব্যক্তিকে ভূষিত করা হয়। বিএমএ’র ‘হল অব ফেইম’-এ সেনাবাহিনী প্রধানদের পাশাপাশি বাহিনী প্রধান হিসেবে প্রথমবারের মতো বর্তমান নৌ ও বিমান বাহিনী প্রধানরা এ বিরল সম্মানে ভূষিত হলেন। অনুষ্ঠানে নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধানদের সহধর্মিণীরাও উপস্থিত ছিলেন।

সামরিক জীবনের অধিকারী নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান ১৩তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের সঙ্গে ১৯৮৪ সালে দ্বিতীয় যৌথ সামরিক প্রশিক্ষণে বিএমএ’তে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন:

উল্লেখ্য, ১০ সপ্তাহের যৌথ সামরিক প্রশিক্ষণ শেষে বাহিনী প্রধানরা নিজ নিজ একাডেমি থেকে ১৯৮৬ সালে কমিশন লাভ করেন। পরে এডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি ২০২৩ সালের ২৪ জুলাই ১৭তম নৌবাহিনী প্রধান এবং এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি ২০২৪ সালের ১১ জুন ১৭তম বিমান বাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে সাতজন সেনাপ্রধান গৌরবমণ্ডিত বিএমএ ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হন।

অনুষ্ঠানে জিওসি, আর্টডক; জিওসি ২৪ পদাতিক ডিভিশন; কমান্ড্যান্ট, বিএমএ; কমান্ড্যান্ট, ইবিআরসি; চেয়ারম্যান, চা বোর্ড; চেয়ারম্যান, সিপিএ; কমচিট; কমব্যান; এএসডি; এওসি, বিএএফ জহুর; এয়ার সেক্রেটারিসহ সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন ও বিভিন্ন পদবীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএস