বিআরটিএকে ড্রাইভিং ইনস্টিটিউটের মাধ্যমে লাইসেন্স প্রদান করা হবে: সড়ক উপদেষ্টা

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান
উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান | ছবি: সংগৃহীত
0

বিআরটিএকে নিয়ন্ত্রণমূলক সংস্থা থেকে সেবামূলক সংস্থায় পরিণত করতে ড্রাইভিং ইনস্টিটিউটের মাধ্যমে লাইসেন্স প্রদান করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। আজ (বুধবার, ২২ অক্টোবর) রাজধানীর তেঁজগাওয়ে নিরাপদ সড়ক দিবসের আলোচনায় তিনি একথা জানান।

যেসব ঝুঁকিপূর্ণ এলাকা রয়েছে সেসব এলাকায় মোটরসাইকেল চালকদের ১০ হাজার হেলমেট বিতরণ করা হবে বলেও জানান তিনি। এছাড়া সড়কে দুর্ঘটনা-কবলিতদের পরিবারকে দ্রুত পাঁচ লাখ টাকা সহায়তা পৌঁছে দিতে বিআরটিএকে তাগিদ দেয়া হয়েছে বলেও জানান সড়ক পরিবহন উপদেষ্টা।

আরও পড়ুন:

বিশ্বব্যাংকের প্রকল্পের আওতায় সড়কে দূর্ঘটনাকবলিত যাত্রীদের দ্রুত হাসপাতালে নিতে হাইওয়েতে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবে বলেও জানান ফাওজুল কবির খান।

ইএ