বাড়িভাড়া বৃদ্ধিসহ ৩ দাবিতে নবম দিনে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন, আজ মহাসমাবেশ

কেন্দ্রীয় শহিদ মিনারে শিক্ষকদের অবস্থান কর্মসূচির সাম্প্রতিক ছবি
কেন্দ্রীয় শহিদ মিনারে শিক্ষকদের অবস্থান কর্মসূচির সাম্প্রতিক ছবি | ছবি: এখন টিভি
0

২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দাবিতে নবম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। আজ (সোমবার, ২০ অক্টোবর) কেন্দ্রীয় শহিদ মিনারে মহাসমাবেশের ডাক দিয়েছেন তারা।

মহাসমাবেশ কর্মসূচিতে যোগ দিতে দেশের বিভিন্ন জেলা থেকে ছুটে আসছেন শিক্ষকরা। তারা কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান কর্মসূচির পাশাপাশি অনির্দিষ্টকালের কর্মবিরতিও পালন করছেন। সেইসঙ্গে চলছে অনশন কর্মসূচিও।

আরও পড়ুন:

খোলা আকাশের নিচে ৯ দিন ধরে চলছে এমপিওভুক্ত শিক্ষকদের দাবি আদায়ের এ কর্মসূচি। এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলও একাত্মতা পোষণ করেছে শিক্ষকদের দাবিগুলোর সঙ্গে। তবে সরকারিভাবে সব দাবি এখনও মানা হয়নি।

উল্লেখ্য, ৩০ হাজারেরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে চলছে শিক্ষকদের কর্মবিরতি ও আন্দোলন। অন্তর্বর্তী সরকার ৫ শতাংশ ভাতা বাড়ানোর ঘোষণা দিলেও তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন শিক্ষকরা।

এসএইচ