মহাসমাবেশ কর্মসূচিতে যোগ দিতে দেশের বিভিন্ন জেলা থেকে ছুটে আসছেন শিক্ষকরা। তারা কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান কর্মসূচির পাশাপাশি অনির্দিষ্টকালের কর্মবিরতিও পালন করছেন। সেইসঙ্গে চলছে অনশন কর্মসূচিও।
আরও পড়ুন:
খোলা আকাশের নিচে ৯ দিন ধরে চলছে এমপিওভুক্ত শিক্ষকদের দাবি আদায়ের এ কর্মসূচি। এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলও একাত্মতা পোষণ করেছে শিক্ষকদের দাবিগুলোর সঙ্গে। তবে সরকারিভাবে সব দাবি এখনও মানা হয়নি।
উল্লেখ্য, ৩০ হাজারেরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে চলছে শিক্ষকদের কর্মবিরতি ও আন্দোলন। অন্তর্বর্তী সরকার ৫ শতাংশ ভাতা বাড়ানোর ঘোষণা দিলেও তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন শিক্ষকরা।





