বাংলাদেশ জাতীয় জাদুঘর থেকে শুরু করা হয় র্যালি, যা বাংলাদেশ হাইকোর্টে এসে সমাপ্ত হয়। এটি আন্তর্জাতিক সিসা বিষক্রিয়া প্রতিরোধ সপ্তাহ-২০২৫ (আইএলপিপিডাব্লিউ) এর অংশ হিসেবে আয়োজিত হয়। এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল ‘মানব শরীরে সীসার কোনো নিরাপদ মাত্রা নেই।’
র্যালির মাধ্যমে জনসাধারণ ও গণমাধ্যমের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি, নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। যাতে নীতিনির্ধারকরা কঠোর নিয়ম তৈরি করেন ও তা কার্যকর করেন। এছাড়াও, শিশুদের সুরক্ষার জন্য বাংলাদেশকে সব উৎস থেকে সীসা দূর করতে হবে। সেই সঙ্গে সকলের জন্য একটি নিরাপদ পরিবেশ গড়ে তুলতে হবে, বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য।
আরও পড়ুন:
তরুণ-নেতৃত্বাধীন এ র্যালির উদ্দেশ্য ছিলো, চলমান জনস্বাস্থ্য সংকটের দিকে দৃষ্টি আকর্ষণ ও শিশুদের এ অদৃশ্য বিষ থেকে রক্ষা করার জন্য আরও কঠোর নিয়মের প্রয়োগ করা।
‘মানব শরীরে সীসার কোনো নিরাপদ মাত্রা নেই’ স্লোগানে র্যালিটি বাংলাদেশ জাতীয় জাদুঘর থেকে শুরু করা হয়। পরে তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে জাতীয় শহীদ মিনারে মানববন্ধন গঠন করে শেষ হয়।





