আনোয়ারুল ইসলাম বলেন, ‘নির্বাচন কমিশন ও সরকার ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন দিতে প্রস্তুত রয়েছে। পুরো বিশ্ব বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দিকে চেয়ে আছে। এ নির্বাচনকে কেউ কলুষিত করার চেষ্টা করলে সে যতই ক্ষমতাশীল হোক নির্বাচন কমিশন তাকে রেহাই দেবে না।’
তিনি বলেন, ‘নির্বাচন কমিশন আগের মত না এ কমিশন যে কোনও মূল্য এ নির্বাচন অবাধ সুষ্ঠু করতে অঙ্গীকারবদ্ধ। নিরাপত্তার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আরও পড়ুন:
এ সময় তিনি বলেন, ‘আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন। এ ব্যাপারে কোনও সন্দেহ নেই। সরকারের যত অর্গান সংস্থা সবাই কাজ করছে। দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে নির্বাচনী নিরাপত্তা জোরদারে উন্নতমানের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।’
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো.আলাউদ্দিনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ড. ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ, নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-প্রধান (উপ সচিব) (বিটিইবি) প্রকল্প পরিচালক মুহাম্মদ মোস্তফা হাসান প্রমুখ।





