নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন খালেদা জিয়া
এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন খালেদা জিয়া | ছবি: সংগৃহীত
0

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে আরও দুই একদিন রাখা হতে পারে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা এ জেড এম জাহিদ হোসেন। ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যসহ সার্বিক খোঁজ রাখছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দীর্ঘদিন ধরেই রাজধানীর এভারকেয়ারে স্বাস্থ্য পরীক্ষা করছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেই ধারাবাহিকতার গতকাল (বুধবার, ১৫ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে রাজধানীর এভারকেয়ারে আসেন তিনি।

পরে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকসহ মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। এসময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার বর্তমান অবস্থা স্থিতিশীল রয়েছে। তার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে আরও দুই একদিন রাখা হতে পারে।

বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ বলেন, ‘উনি এখন যে পরিস্থিতিতে আছেন আমরা আশাবাদী হাসপাতাল কর্তৃপক্ষ হয়তো একদিন দুইদিনের মধ্যেই উনাকে বাড়ি যাওয়ার অনুমতি দেয়ার সম্ভাবনা রয়েছে।’

আরও পড়ুন:

বিগত সময় খালেদা জিয়াকে হয়রানি করা হয়েছে উল্লেখ করে ডা জাহিদ জানান, আওয়ামী সরকারের আমলে খালেদা জিয়াকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে। ফলে, বর্তমানে পরিস্থিতি একটু জটিল হয়ে পড়েছে।

ডা. জাহিদ বলেন, ‘যখন উনি জেলখানায় ছিলেন। চিকিৎসাটা রেস্ট্রিক্টেড ছিলো, দেশে বা বাইরে চিকিৎসার ব্যাপারে অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয়েছিলো তখন যথাযথ চিকিৎসা করতে না পারার কারণে বর্তমানে পরিস্থিতি একটু জটিল হয়ে পড়েছে।’

এদিকে, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান খালেদা জিয়ার সার্বিক পরিস্থিতি খোঁজ খবর রাখছেন বলেও জানান তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বৃহস্পতিবার আরও পরিক্ষা নিরক্ষা করার বোঝা যাবে তার বর্তমান পরিস্থিতি।

ডা. জাহিদ জানান, নিকটাত্মীয়রা সার্বক্ষণিকভাবেই সকল বিষয়ে তদারকি করছেন।

এর আগে পৌনে ১২টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালে আনা হয় বিএনপি চেয়ারপারসনকে। এরআগে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে গত বুধবার রাতেও তাকে হাসপাতালে নেয়া হয়। চলতি বছরেই লন্ডন থেকেও চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন বেগম খালেদা জিয়া।

ইএ