অপতথ্য রোধে অস্ট্রেলিয়ার সহায়তা চাইবে নির্বাচন কমিশন

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ | ছবি: সংগৃহীত
1

অপতথ্য, ভুয়া তথ্য এবং এআইয়ের অপব্যবহার রোধে প্রয়োজন হলে নির্বাচন কমিশন অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ (বুধবার, ১৫ অক্টোবর) দুপুরে অস্ট্রেলিয়া সরকারের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এ কথা জানান তিনি। তবে অপতথ্য এবং ভুয়া তথ্য অস্ট্রেলিয়ার জন্যও চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছে প্রতিনিধি দল।

আজ দুপুরে অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ড. অ্যানী এলাইয়ের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে প্রবেশ করে। বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে। প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশে নিযুত হাইকমিশনার সুশান রায়েল। প্রায় একঘণ্টার বৈঠকে দুই দেশের নির্বাচনের অভিজ্ঞতা বিনিময় করেন তারা।

আরও পড়ুন:

আসন্ন সংসদ নির্বাচনের পূর্ব প্রস্তুতির বিষয়ে খোঁজখবর নেন অস্ট্রেলিয়া সরকারের প্রতিনিধি দল। আলোচনা হয় প্রযুক্তির অপব্যবহার নিয়ে। এসময় প্রতিনিধি দল জানায়, তাদের দেশের নির্বাচনেও এইআইয়ের অপব্যবহার চ্যালেঞ্জ।

সেক্ষেত্রে এই চ্যালেঞ্জ তারা কিভাবে মোকাবিলা করছে, সে বিষয়ে বাংলাদেশকে সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছে দেশটি। ইসি সচিব বলেন, ‘প্রয়োজন হলে সহযোগিতা চাইবে বাংলাদেশের নির্বাচন কমিশন।’

ইএ