আজ দুপুরে অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ড. অ্যানী এলাইয়ের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে প্রবেশ করে। বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে। প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশে নিযুত হাইকমিশনার সুশান রায়েল। প্রায় একঘণ্টার বৈঠকে দুই দেশের নির্বাচনের অভিজ্ঞতা বিনিময় করেন তারা।
আরও পড়ুন:
আসন্ন সংসদ নির্বাচনের পূর্ব প্রস্তুতির বিষয়ে খোঁজখবর নেন অস্ট্রেলিয়া সরকারের প্রতিনিধি দল। আলোচনা হয় প্রযুক্তির অপব্যবহার নিয়ে। এসময় প্রতিনিধি দল জানায়, তাদের দেশের নির্বাচনেও এইআইয়ের অপব্যবহার চ্যালেঞ্জ।
সেক্ষেত্রে এই চ্যালেঞ্জ তারা কিভাবে মোকাবিলা করছে, সে বিষয়ে বাংলাদেশকে সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছে দেশটি। ইসি সচিব বলেন, ‘প্রয়োজন হলে সহযোগিতা চাইবে বাংলাদেশের নির্বাচন কমিশন।’





