চট্টগ্রামের বাজারগুলোতে কেজিপ্রতি ১০ টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে আদা ও রসুনও। হঠাৎ করে পেয়াজের দাম বাড়ায় অসন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। তাদের অভিযোগ, সরকারের তরফ থেকে পেঁয়াজের পর্যাপ্ত মজুত আছে বলা হলেও হঠাৎ করে দাম বাড়ার কোন যৌক্তিকতা নেই। বাজার মনিটরিং ও আড়তদার পর্যায়ে অভিযান চালানোর দাবি তাদের।
পেঁয়াজ ব্যবসায়ীরা জানান, আমদানি করা হবে না– এমন খবরে দর বেড়েছে। মজুতদার ও কৃষক পর্যায়ে দর বাড়ার কারণে পাইকারি ও খুচরা বাজারে এর প্রভাব পড়েছে।
আরও পড়ুন:
এদিকে বাজারে নতুন মুড়িকাটা পেঁয়াজ না এলেও পাতাযুক্ত পেঁয়াজ এসেছে। ব্যবসায়ীরা মনে করেন, দাম বাড়ার বিষয়টি সাময়িক এবং নতুন পেঁয়াজ বাজারে এলে দু-এক দিনের মধ্যেই বাজার নিয়ন্ত্রণে চলে আসবে।
এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে কমেছে অধিকাংশ সবজির দামের উত্তাপ। বিশেষ করে ফুলকপি বাঁধাকপি মূলা ও বেগুনের মতো শীতকালীন সবজির দাম কমায় সস্তি এসেছে জনমনে। এসব সবজি গত দুই সপ্তাহ আগের তুলনায় কমেছে কেজিতে ৪০ থেকে ৫০ টাকা। কমেছে শিম টমেটোর দামও।





