নিবন্ধন প্রত্যাশী ১০ নতুন রাজনৈতিক দলের ব্যাপারে অধিকতর তদন্তে অঞ্চলভিত্তিক ১০টি কমিটি করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ (রোববার, ১২ অক্টোবর) জনবল ব্যবস্থাপনা শাখার এক চিঠিতে এ তথ্য জানায় ইসি।
৩ সদস্য বিশিষ্ট এ কমিটিতে কমিশনের প্রশাসনিক ১০ অঞ্চলেই তালিকাভুক্ত দলগুলোর কার্যক্রম নিয়ে তদন্ত হবে। ইসির চিঠিতে আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
১০ দলের তালিকায় আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভোলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা, জনতা পার্টি বাংলাদেশ এবং বাংলাদেশ আম জনগণ পার্টি রয়েছে।
আরও পড়ুন:
এর আগে, ইসি দলগুলোর মাঠ পর্যায়ের তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে প্রাথমিক তথ্য অপূর্ণতা, ঘাটতি পায়। এতে যাচাই কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে ১০টি দলের জেলা ও উপজেলা পর্যায়ের অস্তিত্ব ও কার্যকারিতার বিষয়ে অধিকতর তদন্ত করার নির্দেশ দেয় ইসি।





