গণঅভ্যুত্থান নিয়ে কাজ হলেই, বাজেট নিয়ে প্রশ্ন তোলে একটি মহল: আসিফ মাহমুদ

ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া | ছবি: সংগৃহীত
0

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কাজ শুরু হলেই বাজেট নিয়ে প্রশ্ন তোলে একটি মহল, এটা জনগণের দায়বদ্ধতা নয়, রাজনৈতিক অপচেষ্টা বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ (রোববার, ১২ অক্টোবর) বিকেলে রাজধানীর ওসমানীতে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন উপদেষ্টা।

তিনি বলেন, ‘আগের সরকার আমলে স্থাপনার পরিকল্পনাতেই যারা তিন থেকে চারশো কোটি টাকা আত্মসাৎ করত, তারাই এখন অপপ্রচার চালাচ্ছে।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘সহস্রাধিক শহিদ ও ত্রিশ সহস্র আহতের স্মৃতি সংরক্ষণে কাজ করা হচ্ছে যা প্রজন্ম থেকে প্রজন্মের প্রকল্প। জেলা শহরগুলোতেও স্মৃতিচিহ্ন সংরক্ষণের উদ্যোগ এগিয়ে এসেছে।’

এসময় কোনো অপচেষ্টা জুলাই স্মৃতি সংরক্ষণের কাজকে থামাতে পারবে না বলেও হুশিয়ারি দেন উপদেষ্টা। ডাকটিকিট, পথ স্মৃতি ও শহিদদের কবর সংরক্ষণের কাজও প্রায় শেষ পর্যায়ে বলেও জানান স্থানীয় সরকার উপদেষ্টা।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে নির্মিত হচ্ছে স্মৃতিস্তম্ভটি। আগামী ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার কথা জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া।

ইএ