নির্বাচন কমিশনের দেয়া দায়িত্ব অনুযায়ী মাঠ প্রশাসন কাজ করবে: নবনিযুক্ত জনপ্রশাসন সচিব

জনপ্রশাসন সচিব এহছানুল হক
জনপ্রশাসন সচিব এহছানুল হক | ছবি: সংগৃহীত
0

সুষ্ঠু পরিবেশ এবং প্রটেকশন পেলে নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়ন করা সম্ভব বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে এহছানুল হক। তবু কর্মকর্তাদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে বলে জানান তিনি। আজ (রোববার, ১২ অক্টোবর) দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে যোগ দিয়ে প্রতিক্রিয়া জানান তিনি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে এহছানুল হক দায়িত্ব নেয়ার পর আজ (রোববার, ১২ অক্টোবর) নিজ কার্যালয়ে আসলে ফুলেল শুভেচ্ছা জানান তার সহকর্মীরা।

আরও পড়ুন:

এসময় গণমাধ্যম কর্মীদের তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন বাস্তবায়নে নির্বাচন কমিশনের দেয়া দায়িত্ব অনুযায়ী মাঠ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে।’ কোনো কর্মকর্তা নিরপেক্ষ নির্বাচন না করলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘কোনো কর্মকর্তার দলীয় সম্পৃক্ততা থাকলে তাকে নির্বাচনের বাইরে রাখা হবে।’

ইএ