ইসরাইল থেকে তুরস্কে পৌঁছেছেন শহিদুল আলম

আসিফ হোসেন
শহিদুল আলমকে স্বাগত জানাচ্ছেন কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান
শহিদুল আলমকে স্বাগত জানাচ্ছেন কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান | ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং
0

তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। আজ (শুক্রবার, ১০ অক্টোবর) বিকেলে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন। ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান শহিদুল আলমকে স্বাগত জানান।

এর আগে ইসরাইলি কারাগার থেকে মুক্তি পান বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। অন্যদের সঙ্গে শহিদুল আলমকে বহনকারী উড়োজাহাজটি তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন:

এতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানকে এ বিষয়ে সহযোগিতার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন।

এএইচ