শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে: প্রেস উইং

শহিদুল আলম ও কনসেন্স জাহাজের একটি দৃশ্য
শহিদুল আলম ও কনসেন্স জাহাজের একটি দৃশ্য | ছবি: এখন টিভি
0

ইসরাইলের কারাগারে আটক সাংবাদিক শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে। তুরস্কের কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন, তাকে বিশেষ বিমান যোগে আঙ্কারায় নিয়ে আসা সমূহ সম্ভাবনা রয়েছে। যদিও এ ব্যাপারে তুর্কি কর্তৃপক্ষ শতভাগ নিশ্চয়তা দিতে পারেননি। আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক গতকাল (বৃহস্পতিবার, ৯ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন।

আজ (শুক্রবার, ১০ অক্টোবর) প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন:

প্রেস উইং থেকে আলম জানানো হয়, ইসরাইলি কর্তৃপক্ষের দ্বারা অবৈধভাবে আটক হবার পর জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সমূহকে ওইসব দেশের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করে আলমকে মুক্ত করার দ্রুত উদ্যোগ নিতে বলা হয়। দূতাবাসগুলো শহিদুল আলমের মুক্তির বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

সেজু