আজ (সোমবার, ৬ অক্টোবর) সকালে নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইলেকট্রনিকস মিডিয়ায় প্রতিনিধিদের সঙ্গে সংলাপের উদ্বোধনীতে তিনি এ আহ্বান জানান।
একইসঙ্গে নির্বাচন সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) অবস্থান লুকানোর কিছু নেই বলেও জানান তিনি।
সিইসি বলেন, ‘জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে কাজ করছে কমিশন।’
আরও পড়ুন:
সংলাপে গণমাধ্যমের নীতিমালা সংশোধন, রিটার্নিং অফিসারের দায়িত্বে ইসির কর্মকর্তাদের দায়িত্ব এবং সব মিলিয়ে ইসির কর্মকর্তাদের দায়িত্ব পালনে বিচারিক ক্ষমতা দেয়ার কথা উঠে আসে।
একইসঙ্গে মনোনয়ন বাণিজ্য বন্ধ করতে দল থেকে একজনকে মনোনয়ন এবং ভোটের আগে ও পরে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে বিশেষভাবে গুরুত্ব পায়।
ইসির দ্বিতীয় দিনের সংলাপে সকাল থেকে ইলেকট্রনিকস মিডিয়ার সঙ্গে সংলাপ করছে ইসি। এরপর দুপুর থেকে প্রিন্ট মিডিয়ার অন্তত অর্ধশত প্রতিনিধির সঙ্গেও সংলাপ করার কথা রয়েছে।





