পুনরায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক আজ

জাতীয় ঐকমত্য কমিশন
জাতীয় ঐকমত্য কমিশন | ছবি: এখন টিভি
0

জুলাই সনদ বাস্তবায়নের উপায় চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও সংলাপে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। আজ (রোববার, ৫ অক্টোবর) বেলা সাড়ে এগারোটায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সংলাপ শুরু হবে। ঐকমত্য কমিশন সূত্র জানায়, এর আগে সকাল ১০টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন কমিশনের সদস্যরা।

জাতীয় ঐকমত্য কমিশন জানায়, মঙ্গলবার সংলাপের ইতি টেনে ১৫ অক্টোবরের মধ্যে জুলাই সনদে সই করতে চায় কমিশন। এরইমধ্যে সনদ চূড়ান্ত হলেও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দলগুলোর ঐকমত্য ও স্বাক্ষরের অপেক্ষায় আছে কাঙ্ক্ষিত জুলাই সনদ। বিএনপি, ১২ দলীয় জোটসহ একাধিক দলের দাবি পরবর্তী সংসদেই সাংবিধানিক সংস্কারগুলো হতে হবে।

অন্যদিকে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ একাধিক দলের দাবি, নির্বাচনের আগেই সংবিধান আদেশের মাধ্যমে জুলাই সনদের সব সংস্কার কার্যকর করতে হবে।

আর এনসিপি, গণতন্ত্র মঞ্চসহ একাধিক দলের দাবি গণপরিষদের মাধ্যমেই সনদ বাস্তবায়ন করার। গেলো ১৭ সেপ্টেম্বর সবশেষ সংলাপে দলগুলোকে সমঝোতার জন্য নিজেদের মধ্যে আলোচনার আহ্বান জানিয়েছিলো ঐকমত্য কমিশন।

আরও পড়ুন:

উল্লেখ্য, ৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ। এর খসড়া চূড়ান্ত হলেও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ঐকমত্য হয়নি। এ কারণে আটকে আছে জুলাই সনদ। বাস্তবায়নের উপায় ঠিক করতে এর আগে ১১ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করে কমিশন। ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিন আলোচনা হলেও ঐকমত্য হয়নি।

ঐকমত্য কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার সংসদ ভবনে কমিশন কার্যালয়ে বৈঠক করে কমিশন। সেখানে বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের মতামত এবং রাজনৈতিক দলগুলোর মতামত পর্যালোচনা করা হয়।

বৈঠকে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, অবসরপ্রাপ্ত বিচারপতি মো. এমদাদুল হক, ইফতেখারুজ্জামান ও মো. আইয়ুব মিয়া উপস্থিত ছিলেন। এ ছাড়া ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও বৈঠকে অংশ নেন।

ইএ