আজ (সোমবার, ২৯ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে ইইউ’র প্রাক-নির্বাচনি বিশেষজ্ঞ দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, ‘তফসিল ঘোষণার পর থেকে বিভিন্ন সময়ে আলাদাভাবে ভাগ হয়ে ইসির কার্যক্রম পর্যবেক্ষণ করবেন তারা।’
আরও পড়ুন:
একই দিন সকালে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে সিইসির সঙ্গে ফলপ্রসূ আলোচনার কথা জানান বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
নির্বাচন ঘিরে ইসির চলমান কার্যক্রমকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘পোলিং এজেন্টদের প্রশিক্ষণ, ভোটার এডুকেশনসহ নির্বাচনের আনুষঙ্গিক বিষয়ে সহায়তা করতে প্রস্তুত ব্রিটিশ হাইকমিশন।’





