অর্থনীতি চাঙা করতে চাইলে দ্রুত নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর করার তাগিদ দিয়েছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। আজ (শনিবার, ২৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিএফডিসিতে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে ব্যাংক একীভূত নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে এসব কথা বলেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।
এসময় তিনি বলেন, ‘দুর্বল শাসন ব্যবস্থার মধ্যে অর্থনীতি এগোবে না। অন্তর্বর্তী সরকারের সময় যত বাড়বে, অর্থনীতির জন্য তা খারাপ হবে।’
তিনি বলেন, ‘জনসংখ্যা বা জিডিপি অনুযায়ী দেশে এত ব্যাংকের প্রয়োজন নেই। বিগত সরকার আমলে রাজনৈতিক প্রভাবেই এত ব্যাংক খোলা হয়েছে। তবে ঢালাওভাবে কারও ব্যাংক হিসাব জব্দ করা ঠিক হবে না।’