বিসিএস ও বিজেএস অফিসারদের মিলিটারি অরিয়েন্টেশন প্রশিক্ষণ

বিসিএস ও বিজেএস অফিসারদের প্রশিক্ষণ
বিসিএস ও বিজেএস অফিসারদের প্রশিক্ষণ | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) অফিসারদের জন্য বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক সামরিক অভিযোজন প্রশিক্ষণ পরিচালিত হয়েছে। গত ( রোববার, ৩ আগস্ট) থেকে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়, যা (বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর) পর্যন্ত পরিচালিত হয়। আজ (বুধবার, ২৪ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যুদ্ধ ও শান্তি উভয় অবস্থায় বেসামরিক এবং সামরিক প্রশাসনের মধ্যে কার্যকরী কর্মসম্পর্ক গড়ে তোলার উদ্দেশ্যে ১৯৮৪ সাল থেকে বাংলাদেশ সেনাবাহিনী এ ধারাবাহিক প্রশিক্ষণটি পরিচালিত করে আসছে। প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো বিসিএস এবং বিজেএস অফিসারকে বাংলাদেশ সেনাবাহিনীসহ সামগ্রিকভাবে সশস্ত্র বাহিনীর সংগঠন, সামরিক রীতিনীতি, বিভিন্ন সামরিক প্রতিষ্ঠানের ভূমিকা, সক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে পরিচিত করা।

এ বছর প্রশিক্ষণে বিসিএস প্রশাসনের ১২ জন, বিসিএস পুলিশের ১৭ জন, বিসিএস আনসারের তিনজন, এবং বিজিএস এর ২৯ জনসহ মোট ৬১ জন অফিসার অংশগ্রহণ করেন এ প্রশিক্ষণ কর্মসূচিতে।

আরও পড়ুন:

১১ সেপ্টেম্বর প্রশিক্ষণটির সমাপনী অনুষ্ঠান ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, এসবিপি, ওএসপি, বিএএম, এনডিসি, পিএসসি।

এসময় প্রধান অতিথি প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন এবং সমাপনী বক্তব্য রাখেন।


এফএস