ভবন নির্মাণ বিধিমালা চূড়ান্ত করতে রাজউককে পরিবেশ উপদেষ্টার পরামর্শ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান | ছবি: এখন টিভি
0

ঢাকাকে বাসযোগ্য করতে আগামী নভেম্বরের মধ্যে ভবন নির্মাণ বিধিমালা চূড়ান্ত করতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) পরামর্শ দিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ (বুধবার, ২৪ সেপ্টেম্বর) সকালে নির্মাণাধীন ভবনে সেপটিক ট্যাংক ও সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন বিষয়ক অংশীজন সভায় এ মন্তব্য করেন তিনি। এ সময় নগরীর বর্জ্য ও পয়ঃনিস্কাশন ব্যবস্থাপনা বদলাতে আইনগতভাবে ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, ‘বুড়িগঙ্গাসহ ঢাকার চারপাশের খাল ও নদী রক্ষা কঠিন হলেও তা সম্ভব করে তুলতে কাজ চলমান রয়েছে।’ টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিতের মাধ্যমে পরিবেশ রক্ষায় সরকারের সব অংশীজনকে সমন্বিত উদ্যোগে কাজ করারও তাগিদ দেন পরিবেশ উপদেষ্টা।

এএইচ