প্রতীকের তালিকায় শাপলা নেই, এনসিপিকে বিকল্প জানাতে হবে: ইসি সচিব

এনসিপির লোগো ও শাপলা প্রতীক
এনসিপির লোগো ও শাপলা প্রতীক | ছবি: সংগৃহীত
1

শাপলাকে দলীয় প্রতীক হিসেবে পাচ্ছে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ (মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এ কথা জানান।

তিনি বলেন, ‘প্রতীকের তালিকায় শাপলা নেই। এনসিপিকে বিকল্প জানাতে হবে। ইসির প্রতীকের তালিকায় শাপলা না থাকায় এটি দেয়ার সুযোগ নেই।’

সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, কর্ম পরিকল্পনার অংশ হিসেবে অনেকগুলো কাজ নিয়ে এগোচ্ছি। ২৮ সেপ্টেম্বর থেকে নিবন্ধিত রাজনৈতিক দল, শিক্ষাবিদ, সুশীল সমাজ, নারী সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীসহ অংশীজনদের সঙ্গে ধারাবাহিক সংলাপ করবে নির্বাচন কমিশন। চলবে পরবর্তী ১ থেকে দেড় মাস পর্যন্ত।

তিনি আরও বলেন, ‘আরপিও এবং প্রতীকের তালিকা আইন মন্ত্রণালয় থেকে পেয়েছে ইসি। দল নিবন্ধনের বিষয়ে শিগগিরই ঘোষণা দেয়া হবে।’

এএইচ