আজ (মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর) সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে দগ্ধদের শারীরিক অবস্থার খোঁজ নিয়ে তিনি আরও জানান, দগ্ধদের চিকিৎসার সব ধাপে সহযোগিতা করবে সরকার।
গতকাল (সোমবার, ২২ সেপ্টেম্বর) দুপুরে টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে দগ্ধ হয় ৫ ফায়ারসার্ভিস কর্মী। তাদের ৪ জনকে ভর্তি করা হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। বাকি একজনকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজে।
আরও পড়ুন:
দগ্ধ দু’জনের শরীরের শ্বাসনালীসহ শতভাগ পুড়ে গেছে বলে জানিয়েছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার নাসির উদ্দিন।
আজ তাদের চিকিৎসার খোঁজ-খবর নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দায়িত্বরত অবস্থায় আহত হওয়া এ অগ্নিনির্বাপণকর্মীদের চিকিৎসায় কোনো অবহেলা করা হবে না।’





