টঙ্গীতে দগ্ধ ৫ ফায়ারফাইটারের উন্নত চিকিৎসা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী | ছবি: বাসস
0

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় দগ্ধ ৫ অগ্নিনির্বাপণকর্মীর উন্নত চিকিৎসা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ (মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর) সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে দগ্ধদের শারীরিক অবস্থার খোঁজ নিয়ে তিনি আরও জানান, দগ্ধদের চিকিৎসার সব ধাপে সহযোগিতা করবে সরকার।

গতকাল (সোমবার, ২২ সেপ্টেম্বর) দুপুরে টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে দগ্ধ হয় ৫ ফায়ারসার্ভিস কর্মী। তাদের ৪ জনকে ভর্তি করা হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। বাকি একজনকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজে।

আরও পড়ুন:

দগ্ধ দু’জনের শরীরের শ্বাসনালীসহ শতভাগ পুড়ে গেছে বলে জানিয়েছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার নাসির উদ্দিন। 

আজ তাদের চিকিৎসার খোঁজ-খবর নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দায়িত্বরত অবস্থায় আহত হওয়া এ অগ্নিনির্বাপণকর্মীদের চিকিৎসায় কোনো অবহেলা করা হবে না।’

এসএইচ