টঙ্গীতে কেমিক্যাল গুদামে আগুন: বিস্ফোরণে দগ্ধ ৬, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

আগুন
আগুন | ছবি: সংগৃহীত
0

গাজীপুরের টঙ্গীতে একটি কেমিক্যালের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে টঙ্গী, উত্তরা ও কুর্মিটোলার ফায়ার সার্ভিসের মোট ৭টি ইউনিট কাজ করছে। আগুন নেভাতে গিয়ে বিস্ফোরণে ফায়ার সার্ভিসের ৫ কর্মীসহ ৬ জন দগ্ধ হয়েছেন। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তি ফায়ার সার্ভিসের কর্মী বলে জানা গেছে।

আজ (সোমবার, ২২ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের হতাহতদের মধ্যে ৪ জন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

দুর্ঘটনার বিষয়ে প্রেস ব্রিফিং করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক ছালেহ উদ্দিন। তিনি জানান, কেমিক্যাল গোডাউনে সোডিয়াম বাই কার্বোনেট, ব্লিসিং পাউডার, হাইড্রোজ, মেটা, স্টোন, শোডাসহ বিভিন্ন ধরনের কেমিক্যাল যত্রতত্র মজুদ ছিল।

তিনি আরও জানান, গুদামের মালিক বা ভাড়াটিয়া কাউকে পাওয়া যায়নি, আপাতদৃষ্টিতে মনে হয়েছে তারা কোনো নিয়ম কানুন মেনে কেমিক্যাল গোডাউন করেননি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্ত কমিটির প্রতিবেদনের পর জানা যাবে।

সেজু