নিউ ইয়র্ক পৌঁছেছেন প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল

নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা | ছবি: বাসস
0

জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ বাংলাদেশের প্রতিনিধি দল। এবার তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন শীর্ষ নেতা।

গতকাল (সোমবার, ২২ সেপ্টেম্বর) দেশটির স্থানীয় সময় বিকেলে নিউ ইয়র্কের যেএফকে বিমানবন্দরে পৌঁছায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল। 

তাদের বরণ করে নেন যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। কিন্তু বিমানবন্দরে এনসিপির প্রতিনিধিদের ওপর চড়াও হন আওয়ামী লীগের নেতাকর্মীরা। 

এসময় তারা ইউনূস সরকারবিরোধী নানা স্লোগান দিতে থাকেন। এনসিপি প্রতিনিধিদের গাড়ির সামনে শুয়েও পড়েন তারা। 

পরে নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপে সরিয়ে দেয়া হয় তাদের। উল্লেখ্য, আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন ড. ইউনূস। 

এছাড়া আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের উদ্যোগে আয়োজিত একটি রোহিঙ্গাবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনেও যোগ দেবেন তিনি।

এসএইচ