ফেব্রুয়ারিতেই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য দেশ প্রস্তুত; আশ্বাস প্রধান উপদেষ্টার

নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস | ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক
2

ফেব্রুয়ারিতেই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য দেশ প্রস্তুত বলে আবারো আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গিয়ে গতকাল (সোমবার, ২২ সেপ্টেম্বর) প্রথম দিনে নিউ ইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ভারতের নিযুক্ত রাষ্ট্রদূত সের্জিও গোরের সঙ্গে সাক্ষাৎকালে এমন আশ্বাস দেন ড. ইউনূস। এর আগে, গতকাল বিকেলে যুক্তরাষ্ট্রে পৌঁছান তিনি।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় নিউ ইয়র্ক পৌঁছান প্রধান উপদেষ্টা। তাকে স্বাগত জানান, বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান।

সরকারের ৬ উপদেষ্টাসহ ১০ দিনের সফরে নিউ ইয়র্কে এসে প্রথম দিনেই ৩টি বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এসময় নিউ ইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ভারতের নিযুক্ত রাষ্ট্রদূত সের্জিও গোর সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সঙ্গে।

২৩ সেপ্টেম্বর থেকে সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত্ব দেবেন ড. ইউনূস। সেদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া নৈশভোজেও অংশ নেবেন তিনি।

নিউ ইয়র্ক সময় ২৬ সেপ্টেম্বর দুপুর দেড়টায় জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় বক্তৃতা দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান।

এসএইচ