ভুয়া পরিচয় ব্যবহার করে বিভ্রান্তিকর পোস্ট প্রচার নিয়ে সেনাবাহিনীর বিবৃতি

বাংলাদেশ সেনাবাহিনীর প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ সেনাবাহিনীর প্রেস বিজ্ঞপ্তি | ছবি: বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজ
0

সেনাবাহিনীর ভুয়া পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর পোস্ট প্রচারের বিষয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ (শনিবার, ৬ সেপ্টেম্বর) রাত ৯ টা ৫০ মিনিটের দিকে ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিবৃতি দেয়া হয়।

বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে, সেনাবাহিনীর নাম, পদবী অথবা সেনা সদস্যের ছবি ব্যবহার করে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিকর ও উস্কানিমূলক পোস্ট প্রকাশ করছে।

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সেনাবাহিনীর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নীতিমালা অনুযায়ী—সেনাবাহিনীর পরিচয় কিংবা ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করে কোনো ধরনের পোস্ট দেওয়ার অনুমতি নেই।

অতএব, এ ধরনের ভুয়া ও উস্কানিমূলক পোস্ট দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য এবং প্রয়োজনে এ ধরনের কার্যকলাপ সম্পর্কে অবহিত করার জন্য বিনীত অনুরোধ করা হলো।

এএইচ