এদিকে নাগরিক সেবা চালু হলেও নগর ভবনে এখনও সাধারণ মানুষের তেমন আনাগোনা শুরু হয়নি। সিটি করপোরেশনের কর্মকর্তারা বলছেন, এখনও নাগরিকরা সেবা চালুর কথা জানেন না বলে ভিড় কম।
আর প্রধান নির্বাহী কর্মকর্তা বলেছেন, এত দিন দপ্তরে তালা থাকলেও মশক এবং বর্জ্য ব্যবস্থাপনার কাজ চলমান ছিল।
উল্লেখ্য, ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানো এবং দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে গত ১৫ মে থেকে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন তার সমর্থনকেরা। আগের দিন ১৪ মে তারা নগর ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। একই সঙ্গে অন্যান্য সেবাদানকারী দপ্তরেও তালা দেয় ইশরাক সমর্থকেরা।
৩ জুন ঈদুল আজহা সামনেকে সামনে, রেখে এই আন্দোলন সাময়িক শিথিলের ঘোষণা দেয়া হয়। ঈদের পর আবারও কর্মসূচি শুরু করেন ইশরাক সমর্থকরা।