বৈঠকের আশ্বাসে স্থগিত এনবিআরের ‘কলম বিরতি’

কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন এনবিআরের উপ-কমিশনার (কাস্টমস) ইমাম গাজ্জালী
কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন এনবিআরের উপ-কমিশনার (কাস্টমস) ইমাম গাজ্জালী | ছবি: এখন টিভি
0

জাতীয় রাজস্ব বোর্ডকে ভেঙে দুই বিভাগে বিভক্ত করার প্রতিবাদে চলমান ‘কলম বিরতি’ স্থগিত করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। অর্থ উপদেষ্টাসহ কয়েকজন উপদেষ্টার সঙ্গে বৈঠকের আশ্বাসে এটি স্থগিতের কথা জানান তারা। আজ (সোমবার, ১৯ মে) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের নিচে সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের কর্মকর্তারা এমন ঘোষণা দিয়েছেন।

দেশের স্বার্থ ও রাজস্ব সংস্কারে বিষয়ে অংশীজনদের মতামত গ্রহণ ব্যতীত অধ্যদেশ জারি করায় সংস্থাটির কাস্টমস, ভ্যাট ও আয়কর শাখার কর্মকর্তা-কর্মচারীরা গত বুধবার থেকে ‘কলম বিরতি’ পালন করে আসছে।

তাদের দাবিসমূহের মধ্যে রয়েছে- জারিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে; রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং এনবিআর কর্তৃক প্রস্তাবিত খসড়া এবং পরামর্শক কমিটির সুপারিশ আলোচনা-পর্যালোচনাপূর্বক প্রত্যাশী সংস্থাসমূহ, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্বসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব প্রশাসন সংস্কার নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলন বক্তারা বলেন, এনবিআর বিলুপ্ত নয় বরং একে স্বতন্ত্র রেখেই সংস্কার করতে হবে।



এনএইচ