দেশের স্বার্থ ও রাজস্ব সংস্কারে বিষয়ে অংশীজনদের মতামত গ্রহণ ব্যতীত অধ্যদেশ জারি করায় সংস্থাটির কাস্টমস, ভ্যাট ও আয়কর শাখার কর্মকর্তা-কর্মচারীরা গত বুধবার থেকে ‘কলম বিরতি’ পালন করে আসছে।
তাদের দাবিসমূহের মধ্যে রয়েছে- জারিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে; রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং এনবিআর কর্তৃক প্রস্তাবিত খসড়া এবং পরামর্শক কমিটির সুপারিশ আলোচনা-পর্যালোচনাপূর্বক প্রত্যাশী সংস্থাসমূহ, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্বসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব প্রশাসন সংস্কার নিশ্চিত করতে হবে।
সংবাদ সম্মেলন বক্তারা বলেন, এনবিআর বিলুপ্ত নয় বরং একে স্বতন্ত্র রেখেই সংস্কার করতে হবে।