নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারিসহ পাঁচ দাবি সাত কলেজ শিক্ষার্থীদের

সাত কলেজ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
সাত কলেজ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন | ছবি: এখন টিভি
0

এক মাসের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি, রোববারের (১৮ মে) মধ্যে অন্তর্বর্তী প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারিসহ পাঁচ দফা দাবি তুলেছে ৭ কলেজের শিক্ষার্থীরা। আজ (শনিবার, ১৭ মে) বিকেলে ইডেন কলেজ চত্বরে সংবাদ সম্মেলনে এসব দাবি তোলেন সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর টিমের সদস্যরা। এসময় শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, রঙ-তামাশা বন্ধ করুন নয়তো সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘেরাও করা হবে।

২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় রাজধানীর সাত কলেজ। তবে অধিভুক্তির পর থেকেই পরীক্ষার দীর্ঘসূত্রতা, ফলাফল প্রকাশে বিলম্ব, প্রশাসনিক জটিলতাসহ নানা সমস্যার মুখে পড়েন শিক্ষার্থীরা। যার ফলে কয়েক বছর ধরেই আন্দোলন করে আসছে তারা।

গেল বছরের সেপ্টেম্বরে সাত কলেজের শিক্ষার্থীদের জোরালো আন্দোলনের মুখে ১৬ই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্তি বাতিল করে এ কলেজগুলোর সমন্বয়ে 'ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়' নাম প্রস্তাব করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

এরমধ্যে তিনমাস পেরোলেও নামকরণেই আটকে আছে সমন্বিত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। এসবের প্রতিবাদে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন ডাকে সাত কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের শিক্ষার্থীরা। এক মাসের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারিসহ পাঁচ দফা দাবি তোলেন তারা। দাবি আদায় না হলে ১৯ মে থেকে মাঠে নামার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

শিক্ষা সিন্ডিকেটের বিরুদ্ধে এই আন্দোলন বলেও জানান সাত কলেজের শিক্ষার্থীরা। এরপর রাজপথে নামতে হলে নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ নিয়ে ক্যাম্পাসে ফেরার আশাবাদ জানান তারা।

সেজু