‘খুনি সন্ত্রাসী লীগ নিষিদ্ধের ঐতিহাসিক ঘটনার পরে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন’

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম | ছবি: সংগৃহীত
0

খুনি সন্ত্রাসী লীগ নিষিদ্ধের মতো একটা ঐতিহাসিক ঘটনার পরে সিসাঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক সারজিস আলম। আজ (মঙ্গলবার, ১৩ মে) রাত পৌনে ১০টার দিকে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন।

পোস্টে তিনি লিখেন, ‘খুনি সন্ত্রাসী লীগ নিষিদ্ধের মতো একটা ঐতিহাসিক ঘটনার পরে আমাদের সিসাঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। আমাদের বিভেদ কেবল গণহত্যাকারীদেরকে শক্তিশালীই করবে না বরং আমাদের সর্বনাশ ডেকে আনবে।’

তিনি লিখেন, ‘আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথের ছিলাম বলেই ছুপা আওয়ামীপ্রেমীরা বাধা দেয়ার সাহস করতে পারেনি। কিন্তু তাদের গোপন চেষ্টা অবশ্যই অব্যাহত আছে। আমাদের দাবির আংশিক বাস্তবায়ন হয়েছে। পূর্ণ বাস্তবায়নের পূর্ব পর্যন্ত যেকোনো বিভেদ আমাদের দাবি বাস্তবায়নে অন্তরায় হয়ে দাঁড়াবে।’

Sarjis Post |ছবি: সংগৃহীত

ফেসবুক পোস্টে সরজিস আরও বলেন, ‘তাই জাতির এই জরুরি ঐক্যের মুহূর্তে জুলাইয়ের মহান ঐক্য যেন কোনো ইকুয়েশনেই আমরা বিনষ্ট না করি। অস্তিত্বের এই লড়াইয়ের চেয়ে অন্য কোন কিছুর প্রায়োরিটি যেন কখনোই বেশি না হয়। অন্যথায়, ইতিহাস ও জনতার আদালতে দোষী হিসেবে সেই নামগুলো আজীবন লেখা থাকবে।’

এসএস