রাজু ভাস্কর্যে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন

সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করছেন শিক্ষার্থীরা
সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করছেন শিক্ষার্থীরা | ছবি: এখন টিভি
0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেছে সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। আজ (সোমবার, ১২ মে) সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা এ আয়োজন করে।

অনুষ্ঠানে অংশ নিয়ে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দরা বলেন, যারা জাতীয় সংগীতের অবমাননা করবে বাংলাদেশে তাদের ঠাঁই হবে না। জাতীয় সংগীত পরিবেশনের আগে, তুমি কে আমি কে বাংলাদেশি বাংলাদেশিসহ বিভিন্ন স্লোগান দেয়া হয়।

তারা আরো বলেন, জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতে আঘাত মানে আমাদের ইতিহাস ও অস্তিত্বে আঘাত। যারা এর অবমাননা করেছে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানান শিক্ষার্থীরা। যেই ঐক্যের জন্য জুলাই সংগ্রাম সেই ঐক্য ফাটল ধরাতে একটি গোষ্ঠী নানা ভাবে পায়তারা করছে বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা।

এএইচ