আ.লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন আজকের মধ্যে না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি

হাসনাত আবদুল্লাহ
হাসনাত আবদুল্লাহ | ছবি: সংগৃহীত
0

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন আজ (সোমবার, ১২ মে) মধ্যে জারি না হলে আবারও আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ। রোববার (১১ মে) রাতে শাহবাগ চত্বরে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধসহ ৩ দফা দাবিতে জুলাইয়ে আহতদের আন্দোলনে এসে একথা জানান তিনি। পরে রাস্তা ছাড়লেও দাবি আদায়ে অনড় অবস্থানে রয়েছে জুলাই আহতরা।

এর আগে রোববার সকাল থেকেই জুলাই আন্দোলনে আহত ব্যক্তিরা জড়ো হতে থাকেন শাহবাগ এলাকায়।

আহতরা বলেন, আন্দোলনের ৯ মাস পার হলেও এখনো সুষ্ঠু চিকিৎসা পাচ্ছেন না তারা। অনতিবিলম্বে তারা পূর্ণ চিকিৎসার দাবি জানান।

এসময় জুলাই ঘোষণাপত্র নিয়ে সময়ক্ষেপণের জন্য ফ্যাসিবাদের সহযোগীদের দায়ী করেন জুলাইয়ের আহতরা।

তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারের বিভিন্ন দপ্তরে আওয়ামী লীগের লোকজন ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে।

তাদেরকে পদ থেকে বিতাড়িত করতে হবে। এছাড়াও ৩০ দিন নয় বরং অতিদ্রুত জুলাই ঘোষণাপত্র দেয়ার দাবি জানান বক্তারা।

সেজু