মৌলভীবাজার সীমান্তে ভারতীয়দের অনুপ্রবেশ, আটক ৭৩

বাংলাদেশ-ভারত সীমান্ত
বাংলাদেশ-ভারত সীমান্ত | ছবি: সংগৃহীত
0

মৌলভীবাজার সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে এ পর্যন্ত ১০৩ জন ভারতীয় নাগরিকের অনুপ্রবেশের খবর পাওয়া গেছে। এর মধ্যে বিজিবির হাতে আটক হয়েছে ৭৩ জন। এ ঘটনার পর বিজিবির পক্ষ থেকে জোরদার করা হয়েছে সীমান্তের নিরাপত্তা।

সীমান্ত দিয়ে ভারতে থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে শতাধিক মানুষ। গতকাল (বুধবার, ৭ মে) সকালে এ খবর ছড়িয়ে পড়লে নড়েচড়ে বসে বিজিবি।

এরইমধ্যে ধলই সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৫ জন, পাল্লাতল ও লাতু সীমান্ত থেকে ৫৮ জনকে আটক করা হয়েছে। কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে আরও ৩০ জন অনুপ্রবেশ করেছে বলে খবর মিলেছে।

মুরইছড়া সীমান্ত দিয়ে আসা অনেকেই ছড়িয়ে পড়েছে বিভিন্ন এলাকায়। এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি তাদের।

বিজিবি জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে অতিরিক্ত জনবল মোতায়েন ও তল্লাশিচৌকি বসিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এসএস