আজ (বুধবার, ৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ-সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। খলিলুর রহমান ছাড়াও বৈঠকে পররাষ্ট্র, তথ্য উপদেষ্টাসহ ৪ উপদেষ্টা উপস্থিত ছিলেন। এ ছাড়াও ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান।
খলিলুর রহমান বলেন, ‘ভারত-পাকিস্তান পরিস্থিতি নিয়ে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করে। উভয় দেশকে শান্ত, সংযত থাকার এবং পরিস্থিতি আরও খারাপ করতে পারে; এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।’
আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতার চেতনায় বাংলাদেশ আশাবাদী যে, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা প্রশমিত হবে। শেষ পর্যন্ত এই অঞ্চলের জনগণের কল্যাণে শান্তি বিরাজ করবে।
খাগড়াছড়ি ও কুড়িগ্রাম সীমান্তে থেকে বাঙালি পুশের ঘটনা নিয়ে তিনি বলেন, ‘যদি তারা বাংলাদেশের নাগরিক হয়ে থাকে তাহলে তাদের অবশ্যই গ্রহণ করবে বাংলাদেশ। তবে এটা আনুষ্ঠানিকভাবে হতে হবে। এভাবে জোরপূর্বক নয়। একই সাথে এই বিষয়ে দিল্লির সাথে আলোচনার চেষ্টা করছে ঢাকা।’





