বেইলি রোডের সিরাজ টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ১০ ইউনিট

বেইলি রোডের সিরাজ টাওয়ারে আগুন
বেইলি রোডের সিরাজ টাওয়ারে আগুন | ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
0

রাজধানীর বেইলি রোডে সিরাজ টাওয়ারের নিচতলায় আগুন লেগেছে। আজ (সোমবার, ৫ মে) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে আগুন লেগেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। ভবনের ছাদ থেকে ৩ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার জানান, আজ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে সিরাজ টাওয়ারের নিচতলায় আগুন লাগার তথ্য আমাদের কাছে আসে। খবর পেয়ে তিনটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আরো সাতটিসহ মোট ১০টি ইউনিট সেখানে যুক্ত হয়েছে।

তবে দশতলা ভবনটির নিচতলায় কীভাবে আগুন লেগেছে সে সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায় নি।

এএইচ